সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আজ (৫ অক্টোবর) স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের আউটডোর সেবার উদ্বোধন করা হয়েছে।
দেশের অন্যতম শিল্প পরিবার ইয়ুথ গ্রুপের পৃষ্ঠপোষকতায় সন্দ্বীপের মালেক মুন্সির বাজারে নির্মিত হাসপাতালটির আউটডোর সেবার উদ্বোধন করেন স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান ও ইয়ুথ গ্রুফের পরিচালক রেজ্জাকুল হায়দার মঞ্জু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ফজলুর করিম।
বর্তমানে হাসপাতালটিতে ২৪ ঘন্টার জন্য যে সকল জরুরি সেবাসমূহ চালু আছে তার মধ্যে অন্যতম হলো বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত চেম্বার ও ইমারজেন্সি চিকিৎসা সেবা, প্রসূতি মায়েদের জন্য নরমাল ডেলিভারির ব্যবস্থা ও চেকআপ, অভিজ্ঞ বিডিএস ডাক্তার দ্বারা ও আধুনিক মেশিন দিয়ে দাঁতের চিকিৎসা, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ইকোগ্রাম ও ইসিজি, ডিজিটাল এক্সরে, ফিজিওথেরাপি, এ্যাম্বুলেন্স সার্ভিস, ফার্মেসী সেবা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.