আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশ ও শহরের অপরাধ পরিক্রমা পর্যালোচনা করে একটি তালিকা তৈরি করেছে নামবেও ক্রাইম ইনডেক্স। সেই তালিকায় সবচেয়ে কম অপরাধ সংঘটিত হওয়ায় প্রথম স্থানে হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ফলে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের খেতাবটি অর্জন করেছে কাতার।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের অবরোধের পরও উন্নতির দিকেই ধাবিত হচ্ছে কাতার।
আবারও বিশ্বের সবচেয়ে কম অপরাধপ্রবণ দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নাম। ১৩৩ দেশ ও শহরের অপরাধ পরিক্রমা পর্যালোচনা করে একটি তালিকা করেছে নামবেও ক্রাইম ইনডেক্স। সেখানে ১০০ পয়েন্টের মধ্যে ৮৮.১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করে কাতার। সবচেয়ে নিরাপদ দেশের খেতাব অর্জন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানে বসবাসরত প্রবাসীরা।
এদিকে, কাতারে প্রবাসীদের সেখানকার আইন কানুন মেনে চলার অনুরোধ জানান শ্রম কাউন্সিলর।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত আরব অঞ্চলের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে নির্বাচিত হয়ে এসেছে কাতার। এছাড়া অন্যান্য বৈশ্বিক র্যাংকিংয়েও কাতারের উন্নয়ন চোখে পড়ার মতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।