পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ দ্রুত এগিয়ে নিতে সাগরের মাঝে একটি কৃত্রিম দ্বীপ তৈরির পরিকল্পনা নিয়েছে। এজন্য তারা জন্য সমুদ্র থেকে ভূমি নিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পিপিএল-এর অনুসন্ধান ও মূল ব্যবসা উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক আরশাদ পালেকার ইসলামাবাদে একটি তেল ও গ্যাস সম্মেলন চলাকালীন বলেন, “এই কৃত্রিম দ্বীপটি দেশের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে তৈরি হবে। তিনি আরও জানান যে, দ্বীপটি ছয় ফুট উঁচু করার পরিকল্পনা করা হয়েছে। এরফলে সমুদ্রের জোয়ার বা উঁচু ঢেউ অনুসন্ধানের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে না। ফলে সেখানে সার্বক্ষণিক কাজ করতে পারবেন প্রকৌশলীরা।
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের তেলের মজুদ নিয়ে কথা বলেন। তিনি জানান, পাকিস্তান নিজেই তেলের অনুসন্ধান করে নিজেদের চাহিদা মেটাবে এবং সেগুলো ভারতে রপ্তানি করবে।
ট্রাম্পের সেই পোস্ট ও আগ্রহ থেকে দেশটির তেলের খনির খনন কাজে নতুন গতি এসেছে। পাক সরকার দেশটির স্থানীয় প্রতিষ্ঠান পিপিএল, মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল তেল ও গ্যাস কোম্পানিকে সমুদ্রের গভীরে অনুসন্ধানের অনুমতি দিয়েছে।
পালেকার বলেন, এই প্রকল্পটি পাকিস্তানের জন্য প্রথম। এটি আবুধাবির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি হচ্ছে, যেখানে খনন কাজের জন্য কৃত্রিম দ্বীপ সফলভাবে তৈরি করা হয়েছে। পালেকারের তথ্য অনুসারে, দ্বীপটি তৈরির কাজ ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে এবং এর পরেই সেখানে কাজ শুরু হবে। কোম্পানিটির লক্ষ্য হলো, প্রায় ২৫টি কূপ খনন করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



