জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে লোকমান হোসেন (৪৪) নামের এক আইনজীবীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার রাত ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় তিন যুবককে আটক করে গ্রামবাসী পুলিশের কাছে সোপর্দ করেছে। এরা হলেন মো. আশিক (২৫), মো. সফিক (২৬) ও নাজিবুর রহমান সানি (২৭)। সোমবার দুপুরে আইনজীবী লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন মো. আশিক (২৫), মো. সফিক (২৬), নাজিবুর রহমান সানি (২৭), মো. খান জাহান আলী রমজান, প্রমোদ বর্মা (৪৫), দ্বীন ইসলাম (২৫), মো. শাওনসহ (২৮) অজ্ঞাত আরো একজন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ডিবি পরিচয়ে আটক তিন যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।