ভারতের দুই যমজ ভাই নকুল ও নিশুল। Identical Twin হিসেবে তারা একে অপরকে সমর্থন দিয়ে জীবনে অনেক দূর পারি দিয়েছেন। তাদের রোমাঞ্চকর যাত্রা নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।
তারা দুই ভাই নয়া দিল্লির কলম্বিয়া স্কুলে পড়াশোনা করেছেন। আবার একই সাথে জর্জ ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী নিয়েছেন।
একসাথে লেখাপড়া করার পর তারা যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়াতে একই কোম্পানিতে চাকরি পান। আবার তারা এ কোম্পানিতে চাকরির পর একই সাথে ভারতে ফিরে আসেন।
তারা একসাথে অনেক দূর যাত্রা করে পড়ে এবার কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রী সম্পন্ন করেন। এখানেই শেষ নয়। এরপর আমাজনের ব্যবস্থাপনা শাখায় দুজন একসাথে internship কমপ্লিট করেন।
এই দুই জমজ ভাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলেন যে তারা দুইজনেই একই বিষয়ে খুবই দক্ষ এবং নির্দিষ্ট লক্ষ্য সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এজন্য সব প্রতিষ্ঠানই তারা একসাথে কাজ করতে পেরেছেন।
তারা সুইমিং, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা সহ অনেক ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। তারা বিশ্বাস করেন ভাগ্যই তাদের সব জায়গায় একসাথে থাকতে সহযোগিতা করেছে।
নিশুল এ ব্যাপারে বলেন যে তাদের পিতা-মাতা MBA ডিগ্রী সম্পন্ন করেছে। পরিবার অনেক আগ থেকে ব্যবসার সাথে জড়িত। কাজেই তারাও পরিবারের প্রেক্ষাপটকে সামনে রেখে ব্যবসায় পারদর্শী হতে চেয়েছেন।
নকুল বলেন যে তিনি তার ভাই থেকে অনেক বেশি উপকার পেয়েছেন। লেখাপড়া এবং চাকরি সব জায়গায় তারা একে অপরকে সাপোর্ট দিয়ে গেছেন। একে অপরে মানসিকতা বোঝায় তার অনেক দক্ষ।
তারা প্রায় ২০ বছর একসাথে থাকার পরে আলাদা হতে বাধ্য হয়েছেন। কেননা নকুল এখন একটি বেসরকারি কোম্পানির অ্যাসোসিয়েট ম্যানেজার হিসেবে কাজ করছেন। আর নিশুল হচ্ছে আমাজনের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।