সরকারি দুই প্রতিষ্ঠানে বিশাল নিয়োগ, আবেদন করেছেন কি
জুমবাংলা ডেস্ক : জনবল নিয়োগের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বস্ত্র অধিদপ্তরে পৃথক চার পদে মোট ১৮৩ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
এদিকে বাংলাদেশ পুলিশে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পিআর শাখা জানিয়েছে, পদের সংখ্যা বৃদ্ধি ও শূন্যপদ সাপেক্ষে নির্ধারণ করা হবে নিয়োগের সংখ্যা। আনুমানিক এক হাজার এসআই নিয়োগ দেয়া হতে পারে। এ পদটিতে আগামী ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদটিতে আগামী ৬ মে, ভোর থেকে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। প্রার্থীরা এই police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের আবেদনের জন্য বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে প্রার্থীকে। এছাড়া বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
বস্ত্র অধিদপ্তর:
প্রতিষ্ঠানের নাম: বস্ত্র ও পাট মন্ত্রণালয়
অধিদপ্তরের নাম: বস্ত্র অধিদপ্তর
পদের বিবরণ:
চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ০৩ মে ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখ যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর তারাও আবেদন করতে পারবেন।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-২ নং পদের জন্য ২২৩ টাকা, ৩-৪ নং পদের জন্য ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা এই dotr.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে, ২০২৩ ইং থেকে ১৪ জুন, ২০২৩ তারিখ বিকেল ০৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।