স্পোর্টস ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় মেসি-রোনালদোর আধিপত্যের অবসান হয়েছে। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’-এর করা এ বছরে শীর্ষ ধনী ফুটবলার মেসিরই ক্লাব সতীর্থ পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।
কাল প্রকাশিত এ তালিকায় দুই কিংবদন্তিকে টপকে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ফরোয়ার্ড। গত আট বছরের মধ্যে এই প্রথমবার মেসি-রোনালদোর বাইরে কেউ ধনী ফুটবলারের তালিকায় শীর্ষে উঠলেন।
২৩ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের আগামী ২০২২-২৩ মৌসুমের জন্য পারিশ্রমিক গ্রহণ করবেন ১২৮ মিলিয়ন ডলার। এর মধ্যে আবার এজেন্ট ফি নেই। ফোর্বস ম্যাগাজিনের বাৎসরিক র্যাংকিংয়ে এটা একটা রেকর্ড।
এমবাপ্পের পিএসজি সতীর্থ, আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি এই মৌসুমে পারিশ্রমিক গ্রহণ করবেন ১২০ মিলিয়ন ডলার। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ম্যানইউর উরুগুইয়ান উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো এই মৌসুমে পারিশ্রমিক পাবেন ১০০ মিলিয়ন ডলার। তিনি রয়েছেন তৃতীয় স্থানে।
পিএসজির ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার পাবেন ৮৭ মিলিয়ন ডলার এবং লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ পাবেন ৫৩ মিলিয়ন ডলার। এই দু’জনও রয়েছেন সেরা ৫ জনের মধ্যে।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে এসে ঝড় তোলা আরলিং হালান্ডও রয়েছেন সেরা ১০জনের মধ্যে। ৩৯ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাবেন তিনি।
এমবাপ্পে এবং হলান্ডের উঠে আসাটা বিস্ময়কর। সেরা ১০জনের মধ্যে কেবল এ দু’জনের বয়সই ৩০ এর নিচে। ফোর্বস ম্যাগাজিন একইসঙ্গে জানিয়ে দিয়েছে, মেসি এবং রোনালদো তাদের গ্লোরিয়াস ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছে।
সেরা ১০ ফুটবলার এবার সর্বমোট পারিশ্রমিক পাবেন ৬৫২ মিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় ১১ ভাগ বেশি। গতবছর সেরা ১০ ফুটবলার পেয়েছিল ৫৮৫ মিলিয়ন ডলার।
পারিশ্রমিক পাওয়ার দিক থেকে সেরা ১০ ফুটবলার
১. কিলিয়ান এমবাপ্পে
২. লিওনেল মেসি
৩. ক্রিশ্চিয়ানো রোনালদো
৪. নেইমার
৫. মোহাম্মদ সালাহ
৬. আরলিং হালান্ড
৭. রবার্ট লেওয়ানডস্কি
৮. ইডেন হ্যাজার্ড
৯. আন্দ্রেস ইনিয়েস্তা
১০. কেভিন ডি ব্রুইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।