স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ।
দুই ব্যর্থতার কারণে ক্রিকেটারদের পাশাপাশি এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে নিয়েও তুমুল সমালোচনা চলছে।
এরই মধ্যে আরো একটি কাণ্ড করে সমালোচনার আগুনে ঘি ঢালল বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ।
সাকিব আল হাসানের ২০১৯ বিশ্বকাপের একটি ছবি এডিট করে তার ঘাড়ে পেসার শহিদুলের মুখ বসিয়ে আপলোড করেছে পেজটি।
মোস্তাফিজ ও শরিফুলের ইনজুরির কারণে সোমবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শহিদুল ইসলামের অভিষেক ঘটে। আর অভিষেক ম্যাচেই পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করেন পেসার শহিদুল। যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম উইকেট।
এদিকে শহিদুলের এই প্রথম উইকেটপ্রাপ্তির বিষয়টি ফেসবুক পেজে আপলোড করতে গিয়ে এ কাণ্ডটি ঘটায় বিসিবির মিডিয়ার দায়িত্বে থাকা কর্মকর্তারা।
তাদের কাছে শহিদুলের কোনো ছবি ছিল নাকি ছিল না, তা জানা না গেলেও সাকিব আল হাসানের পুরনো একটি ছবিই যে তারা শহিদুলের ক্ষেত্রে ব্যবহার করেছে।
২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের একটি ছবি ব্যবহার করা হয় সেই পোস্টে। পোস্টের জার্সির সঙ্গেও ছিল না পাকিস্তান সিরিজের জার্সির মিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শহিদুলের ছবিটি পোস্ট করার পর সহজেই বিসিবির কারসাজি ধরে ফেলেন।
কমেন্টে অনেকেই জানিয়েছেন সে কথা। আসল ছবি কার, কোন ম্যাচের সবই জানা দেশের ক্রিকেটপ্রেমীদের।
ছবিটি টন্টনে ১৭ জুন অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালেক্স ডেভিডসনের তোলা সাকিবের ছবি। তাতে কেবল সাকিবের মাথার জায়গায় শহিদুলের মাথা বসিয়ে পোস্ট করেছে বিসিবি। ছবিটি বিসিবির পেজে পোস্ট হওয়ার পর পরই এ নিয়ে শুরু হয় হাস্যরসাত্মক সব মন্তব্য ও সমালোচনা। বিসিবির পেশাদারিত্ব নিয়েও কটূক্তি করেছেন অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।