স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। এ ম্যাচে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখ হয় বাংলাদেশ। এ ম্যাচে ব্যাট হাতে সাকিব খেলেছেন ৩৯ বলে ৩৯ রানের ইনিংস। আর এতেই নতুন রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের আন্তর্জাতিক রান এখন ১৪ হাজার ১০। টাইগার ওপেনার তামিম ইকবাল ও মুফিকুর রহিমের পর এই কীর্তি গড়েছেন তিনি।
সাকিব আগেই ওয়ানডে ফরম্যাটে তৃতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রান পূর্ণ করেছেন। তার ওয়ানডেতে মোট রান ৭ হাজার ২১১। টেস্টে তিনি দেশের পক্ষে ৪ হাজার ৪৫৪ রান করেছেন। এছাড়া সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দেশের পক্ষে তিনি সর্বোচ্চ ২ হাজার ৩৪৫ রান করেছেন।
দেশের হয়ে সবার আগে ১৪ হাজার রান করেছেন তামিম ইকবাল। হুট করে অবসর নিয়ে আবার ফিরে আসার ঘোষণা দেওয়া তামিম ওয়ানডে ফরম্যাটে ৮ হাজার ৩১৩ রান করেছেন। টেস্টে তার রান দেশের দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ১৩৪। আর অবসর নেয়া টি-২০তে তিনি করেছেন ১ হাজার ৭৫৮ রান। তিন ফরম্যাট মিলিয়ে দেশের সর্বোচ্চ ১৫ হাজার ২০৭ রান করেছেন এ বাঁহাতি ব্যাটার।
মুশফিকুর রহিম টেস্টে দেশের সর্বাধিক ৫ হাজার ৫৫৩ রান করেছেন। ওয়ানডে ফরম্যাটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ২৫৭ রান তার। অবসর নেয়া টি-২০ ফরম্যাটে করেছেন দেড় হাজার রান। তিন ফরম্যাট মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ১৪ হাজার ৩১০ আন্তর্জাতিক রান।
লন্ডনে কুমিল্লা স্পোর্টিং ক্লাব জার্সি উন্মোচন করলেন এমপি বাহার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।