জুমবাংলা ডেস্ক : আট জেলায় গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে বাবা-ছেলে এবং ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত রবিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক শিশু প্রাণ হারিয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা কলেজের সামনে গতকাল সকাল ৯টার দিকে সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইকেলটির আরোহী নুর উদ্দীন (১৩) নিহত হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাসিমাবাদ এলাকায় গত রবিবার সন্ধ্যায় পিকআপ ভ্যানের চাপায় ইয়ামিন আহমদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে গতকাল সকাল ১১টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।ফরিদপুরের মধুখালী উপজেলার মির্জাপুরে গতকাল সকাল ১০টায় অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটির আরোহী নিহত হয়েছেন। নিহত মো. তারেক মণ্ডল (২৫) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রহমতপুর গ্রামের ইউনুচ মণ্ডলের ছেলে।
মাগুরার ধলহরা এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ভ্যান ও একটি ইজি বাইককে ধাক্কা দেয়। এতে একটি ভ্যানের চালক আরজ আলী (৪৫) নিহত ও পাঁচজন আহত হন।পোরশা উপজেলার খাদ্যগুদামের সামনে গতকাল মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটির চালক নিহত হন। নিহত আয়ুব আলী (৩৪) সরাইগাছি গ্রামের বাসিন্দা ছিলেন।
শরীয়তপুরের উপরগাঁওয়ে গতকাল সকাল ৯টার দিকে বালুবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র আমল হাওলাদার (২০) নিহত হন।