জুমবাংলা ডেস্ক : বজ্রপাতে সাতক্ষীরার শ্যামনগরে ছেলে ও শিশু নাতির মৃত্যু হয়েছে। এ সময় দাদাসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ (২০ জুন) দুপুর ১টার দিকে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গাবুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মুছা গাজীর ছেলে এনায়েত (৩৭) ও আলামিনের শিশু ছেলে নাজমুল (১১)। আহত নাজমুলের দাদা মুছা গাজীসহ (৬৫) একই গ্রামের মোস্তফা কামালের ছেলে মইনুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতরা শ্যামনগরের গড় পদ্মপুকুর থেকে গাবুরা হয়ে কয়রায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে গাবুরার গাগড়ামারী ও নেবুবুনিয়ার মাঝামাঝি এলাকায় একটি ফাঁকা ছাপড়া বাসায় হতাহতরা আশ্রয় নেন। সেখানেই বজ্রপাতে দুজনের মৃত্যু হয় এবং ২ জন আহত হন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।