জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ১১ কেজি ৭০০ গ্রাম রূপাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. ইব্রাহিম হোসেন। তিনি কলারোয়া থানার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের আকবর আলীর ছেলে।
শনিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা সীমান্তের ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, আটক রূপাসহ অন্যান্য মালামালের মূল্য ১২ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। অভিযানে আসামিকে রূপার অলংকারসহ হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিসহ আরো ৪ জনকে পলাতক দেখিয়ে এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে।
পলাতক ব্যক্তিরা হলেন গোপাল হোসেনের ছেলে মো. নাহিদ, মো. মুনাই এর ছেলে মো. পলাশ, আলী আজগর এর ছেলে মো. আলম ও আমির আলীর ছেলে মো. ইউসুফ। তাদের সবার বাড়ি কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।