
জুমবাংলা ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘সমন্বিত পদ্ধতিতে’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। খবর ইউএনবি’র।
Advertisement
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনে স্নাতক শ্রেণিতে ৬টি অনুষদে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হয়। এ বছর ৬টি অনুষদের ৪৩১টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন তিন হাজার শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ভবনের ৬৮টি কক্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হলো।
আগামী ৫ ডিসেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


