স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে পাচঁবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করতে মাঠে নামবে তারা। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রাখতে ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা খেলার অপেক্ষায় সুইজারল্যান্ড।
ফিফা র্যাংকিংয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারাতে পারেনি তারা। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত দুইবার সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। দুইটি ম্যাচই শেষ হয় ড্র’তে।
১৯৫০ সালে বিশ্বকাপে প্রথমবারের মত মুখোমুখি হয় ব্রাজিল-সুইজারল্যান্ড। সেই ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। এরপর সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমাররা। সেই ম্যাচটিও ড্র হয় ১-১ গোলে।
উল্লেখ্য, ব্রাজিল-সুইজারল্যান্ড এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ব্রাজিল জয় লাভ করেছে তিন ম্যাচে, সুইজারল্যান্ডের জয় দুই ম্যাচে। আর বাকি চার ম্যাচ ড্র হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।