জুমবাংলা ডেস্ক: সুনামগঞ্জের তিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত হয়েছে। খবর ইউএনবি’র।
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র নাদের বখড়। ছাতক পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী এবং জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেয়েছেন জগন্নাথপুর পৌরসভায় বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া।
শুক্রবার তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে ৬১টি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের এসব পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।
বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
বৈঠক শেষে রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় মেয়র প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জের তিন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর প্রার্থীরা মনোনয়ন দাখিল করবেন। ২২ ডিসেম্বর যাচাই এবং প্রত্যাহার ২৯ ডিসেম্বর।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জললুল মৃত্যুবরণ করায় ২০১৮ সালের ২৯ মার্চ সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রয়াতের ছোট ভাই নাদের বখত জয় হন। তিনি পেয়েছিলেন ১৬ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন পেয়েছেন ৯ হাজার ৪৮৫ ভোট। বিএনপির প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী পেয়েছেন ১ হাজার ৮০৭ ভোট।
ছাতকে ২০০৫, ২০১১ ও ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী বিজয়ী হন। বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালে পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী মাহফুজ শিপলু এবং আব্দুল ওয়াহিদ মজনুকে পরাজিত নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম চৌধুরী। ২০১১ সালে দ্বিতীয় বারের মতো পৌর মেয়র নির্বাচিত হন তিনি। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন যুবলীগ নেতা সাইফুর রহমান চৌধুরী খোকন। ২০১৫ সালে নির্বাচনে দলীয় নৌকা প্রতীক তৃতীয়বারের মতো বিজয়ী হন আবুল কালাম চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।