আন্তর্জাতিক ডেস্ক : সুপ্রিম কোর্ট নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করে না। বরং ডেপুটি স্পিকারের রায়ের দিকে মনোনিবেশ করবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি।
পাকিস্তানের প্রধান বিচারপতি বলেছেন, সুপ্রিম কোর্ট রাষ্ট্র ও পররাষ্ট্র নীতির বিষয়ে হস্তক্ষেপ করে না। কেবলমাত্র প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাসিম সুরির রায়ের বৈধতা নির্ধারণ করবে।
সংসদের ডেপুটি স্পিকারের দ্বারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করার বিষয়ে পিএমএল-এন-এর কৌঁসুলি মাখদুম আলী খানের যুক্তি শোনার সময় এই কথা বলেন তিনি। যিনি এই প্রস্তাবটিকে পিটিআই সরকারকে পতনের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রের’ সাথে যুক্ত করেছিলেন। রায় দিয়েছিলেন যে এই প্রস্তাবটি সংবিধানের ৫ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।