আন্তর্জাতিক ডেস্ক : গণমাধ্যম বিবিসির একটি অনুষ্ঠানে মঙ্গলবার কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস।
তিনি দাবি করেছেন, তিনি পরিস্কারভাবে সবসময় ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দিয়েছেন তারা যেন ইউক্রেনে না যান এবং ইউক্রেনীয়দের হয়ে যুদ্ধ না করেন।
বিবিসি ওয়ার্ল্ডের পোগ্রামে পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস বলেন, আমাদের ভ্রমণ পরামর্শ ছিল ইউক্রেনে যেন কেউ না যায় এবং এ সময়ে এ ব্যাপারে আমি পরিস্কার আছি।
তবে বিবিসির সঙ্গেই গত ফেব্রুয়ারিতে অন্য কথা বলেছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
ওই সময় তিনি বলেছিলেন, ইউক্রেনে কেউ যাবে কিনা এটি একান্তই তাদের বিষয়। কিন্তু তিনি জোর দিয়ে বলেছিলেন, ইউক্রেনের দ্বন্দ্ব হলো ‘গণতন্ত্রের যুদ্ধ’ এবং যারা ইউক্রেনে যেতে চান তাদের তিনি সমর্থন দিয়েছিলেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দুই রকম কথা শোনা গেল যখন ইউক্রেনে দুইজন ব্রিটিশ নাগরিক ধরা পরার পর তাদের কথিত লুহানেস্ক পিপলস রিপাবলিক মৃত্যুদণ্ড দিয়েছে।
ইউক্রেনের মারিউপোল থেকে দুই ব্রিটিশ নাগরিককে আটক করে রুশ সেনারা। যদিও তারা আত্মসমর্পণ করেছিল।
অন্যদিকে দুইদিন আগে জর্ডান গ্যাটলে নামে একজন ব্রিটিশ নাগরিক নিহত হন। তিনি এর আগে যুক্তরাজ্যের সেনাবাহিনীতে কাজ করেছেন।
তবে মারিউপোলে যে দুইজন সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যুক্তরাজ্য দাবি করছে তারা আগে থেকেই ইউক্রেনে অবস্থান করছিলেন এবং তারা ইউক্রেনের সেনা।
সূত্র: বিবিসি
উকুন মারার মহৌষধ পুদিনা চাষ করুন বাড়ির ছাদে, সহজ পদ্ধতি জেনে নিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।