সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় ঘন্টা বাজলো অস্ট্রেলিয়ার

ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ-১ থেকে দ্বিতীয় দল হিসেবে আইসিসি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। তাদের জয়ে এবারের আসর থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়া।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ শনিবার আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪১ রান তোলে আগেই বিদায় নেয়া শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা ৪৫ বলে ৬৭ রান করেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। সাদামাটা এই সংগ্রহ দিয়ে তারা আটকাতে পারেনি ইংলিশদের।
ইংল্যান্ড
অ্যালেক্স হেলস (৪৭), বেন স্টোকস (৪২) ও জস বাটলারের (২৮) ব্যাটে ভর করে দুই বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। চার ওভারে ১৬ রান দিয়ে এক উইকেট নেয়া আদিল রশিদ হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই তিন দলেরই ৫ ম্যাচ শেষে সংগ্রহ সমান ৭ পয়েন্ট। জয় ও হারও সমান। তবে তিন দলকে আলাদা করা হয়েছে শুধু নিট রানরেটের বিচারে। কিউইদের নিট রানরেট ২.১১৩, ইংল্যান্ডের ০.৪৭৩ ও অস্ট্রেলিয়ার -০.১৭৩।

পিএসএল থেকে সুখবর পেলেন সাকিব-তাসকিনসহ ৭ বাংলাদেশি