স্পোর্টস ডেস্ক : চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। নিজ দেশে বিশ্বকাপ দেখতে মুখিয়ে আছেন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শেন ওয়াটসন।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ওয়াটসন। সেখানে তিনি জানিয়েছেনে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা পাঁচ ক্রিকেটারের নাম।
টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়াটসনের চোঁখে সবার সেরা বাবর আজম। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও র্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক। তাঁকে একনম্বরে রাখাই যুক্তিসংগত। বাবরের পরই ওয়াটসন রেখেছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদবকে। আইসিসি র্যাঙ্কিংয়েও বাবরের পরই আছেন এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছেন সূর্যকুমার।
ওয়াটসনের তৃতীয় পছন্দ স্বদেশি ডেভিড ওয়ার্নার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টসেরা ওয়ার্নার এবারও রয়েছেন দারুণ ছন্দে। ইংলিশ ব্যাটার জস বাটলারকেও ওয়াটসন রেখেছেন পছন্দের তালিকায়। গত বছর দুর্দান্ত বোলিং করে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। বর্তমানে ইনজুরিতে থাকা এই পেসারই ওয়ানটসনের পঞ্চম পছন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।