আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিয়ন ফকির (২৬) ও নাজমুল শেখ (২৫) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। গত শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে সৌদি আরবে কোম্পানির কাজ শেষ করে বাসায় ফেরার পথে প্রাইভেটকার ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লিয়ন নিহত হয়। আপরদিকে একই দুর্ঘটনায় গুরুতর আহত নাজমুল শেখ মঙ্গলবার (২৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
দুর্ঘটনায় লিয়ন ফকির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার মামা লেবু মিয়া। তিনি জানান, ১১ মাস আগে আমার ভাগনা লিয়ন সৌদি আরবে যায়। শনিবার রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পড়ে। এতে তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ৬ জন মারা গেছেন।
নিহত অপর যুবক হলেন ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের ছেলে নাজমুল (২৫)। গত শনিবার দিবাগত রাতে সৌদির দাম্মাম শহরে কাজ শেষে বাসায় ফেরার পথে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল গুরুতর আহত হয়। পরে তিনদিন হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকালে নাজমুলের মৃত্যু হয়। তিন দিনের ব্যবধানে ভাঙ্গার দুই প্রবাসীর মৃত্যু হলো।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নাজমুল নিহত হওয়ার সংবাদটি নিশ্চিত করেছেন তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. অলিউর রহমান। তিনি জানান, শনিবার রাতে সৌদিআরবে কাজ শেষ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাজমুল আহত হয়। আজ সকালে খবর পেলাম নাজমুলও মারা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।