জুমবাংলা ডেস্ক : স্ত্রীকে দাফনের এক ঘন্টা না পার হতেই মারা গেলেন স্বামীও। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট এলাকায় এ দম্পতির মুত্যুর এখন মুখে মুখে।
স্থানীয়রা বলছেন, তাদের ভালোবাসা এতটেই গভীর ছিল যে, স্ত্রীর মৃত্যুর পর সে শোক তার স্বামী আর সইতে পারেননি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন ভোলাকোট এলাকার নুর হোসেন পাটোয়ারী (৬০) । স্ত্রী রেহানা আক্তার (৫১) সবসময় তার পাশে থেকে সেবা যত্ন করেছেন। রাজধানী ঢাকার একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বুধবার বাড়ি ফেরার পথে রেহানা আক্তারের আকস্মিক মৃত্যু হয়। এতে ভেঙে পড়েন অসুস্থ নুর হোসেন। বিকাল ৫টার দিকে স্ত্রীকে পারিবারিক কবরস্থানে দাফনের এক ঘণ্টা পর নুর হোসেনও মারা যান।
প্রয়াত দম্পতির ৬ মেয়ে ও ১ ছেলে রয়েছে। মা-বাবাকে একসঙ্গে হারিয়ে তাদের কান্না থামছেই না। এ ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বশির আহম্মদ। তিনি প্রয়াত দম্পতির শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



