নিজস্ব প্রতিবেদক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্ট প্রার্থীর জয় ঘোষণা করা না হলেও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার পথ অনেকটাই খুলে গেছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। চূড়ান্ত বিচারে কি হয়, তা জানতেই সারা বিশ্বের শত কোটি চোখ এখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে।
ইস্টার্ন ইউনিভার্সিটির সৌজন্যে জুমবাংলাডটকমের ফেসবুক লাইভে আলোচকদের কথায় এসব প্রসঙ্গ উঠে এসেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ‘উত্তেজনা ছড়ানো মার্কিন নির্বাচন’ শিরোনামে অনুষ্ঠিত এই ফেসবুক লাইভে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক এবং আন্তর্জাতিক বিশ্লেষক মোহাম্মদ ফরিদুল আলম। আর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে সংযুক্ত হন সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এবং এনআরবি কানেক্ট টিভির প্রধান নির্বাহী সম্পাদক হাসানুজ্জামান সাকী।
প্রতি চার বছর পরপর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। সেই হিসেবে এবার নভেম্বরের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে, অর্থাৎ গত ৩ নভেম্বর দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত পর্যন্ত মার্কিন গণমাধ্যমের খবর বলছে, বেশির ভাগ অঙ্গরাজ্যেই দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। এএফপি বলছে, নেভাদার ছয়টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলেই হোয়াইট হাউসে প্রবেশের টিকেট পাবেন বাইডেন।
অনুষ্ঠানে মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের সবচেয়ে ব্যতিক্রমী দিকটি হলো মেইলিং ভোট। এবার যতো সংখ্যক মেইলিং ভোট কাস্ট হয়েছে, আমেরিকার নির্বাচনী ইতিহাসে তা কোনোদিন হয়নি। মোট ২৪ কোটি ভোটারের মধ্যে ১০ কোটির বেশি ভোটার ডাকে বা মেইলে ভোট দিয়েছেন।’
তিনি বলেন, ‘নিজের বিরুদ্ধে যাবে আশঙ্কা করে এই মেইলিং ভোটের বিরোধিতা করেছিলেন ট্রাম্প। তার আশঙ্কা সত্যিও হয়েছে।’
হাসানুজ্জামান সাকী বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন মানেই সারা বিশ্বের দৃষ্টি এর দিকেই নিবন্ধ থাকে। ট্রাম্প জাত ব্যবসায়ী। গত চার বছরে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এমন কিছু বিষয় যোগ করেছেন, যা রাজনীতির সৌন্দর্য অনেকাংশে খর্ব করেছে। এবার করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এই সঙ্কট ব্যবস্থাপনায় তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বাইডেন প্রসঙ্গে তিনি বলেন, বাইডেন জাত রাজনীতিবিদ। ৫০ বছর আগেই তিনি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নপূরণের পথে অবিচল থেকে এগিয়ে গেছেন তিনি।’
জুমবাংলাডটকমের ফেসবুক লাইভ অনুষ্ঠানটি গবেষণা ও উপস্থাপনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক ও নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।