Advertisement
জুমবাংলা ডেস্ক: ট্রাক-লরি-কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী গাড়ির ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ট্রাক-লরি-কাভার্ড ভ্যানের মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত আসে।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘বৈঠকের পর গত বৃহস্পতিবার শুরু হওয়া ট্রাক-লরি ধর্মঘট স্থগিত করা হয়েছে।’
এ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ধর্মঘটে গিয়েছিল ট্রাক-লরি-কাভার্ড ভ্যানের মালিক ও শ্রমিকরা।
রবিবার বিআরটিএর সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে কেবল ডিজেল চালিত বাস ও নগর পরিবহন হিসেবে চলাচল করা বাসের ভাড়া পুননির্ধারণ করা হয়েছে। পরে বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।