জুমবাংলা ডেস্ক : সাভারের আশুলিয়ায় স্বামীর সঙ্গে লুডু খেলায় গিয়ে ফারজানা আক্তার (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার গোরাট এলাকার তাহাজ উদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা রংপুরের আদিতমারী থানাধীন কালিরহাট এলাকার হযরত আলীর মেয়ে এবং একই এলাকার রাজমিস্ত্রি সুমনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে আশুলিয়ার গোরাট এলাকার তাহাজ উদ্দিনের বাড়ি ভাড়া থাকেন।
নিহতের ছোট ভাই মশিউর রহমান জানান, দুপুরে তিনি ও তার বোন ফারজানা এবং ভগ্নিপতি সুমন লুডু খেলছিলেন। খেলায় ফারজানা হেরে যান। এ সময় ফারজানা অভিমান করে ঘরের ভেতরে ঢুকে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। এ সময় তার ভগ্নিপতি সুমন জানালা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙে ফারজানাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।