Galaxy Unpacked event থেকে এরকম কিছু দুর্দান্ত নিউজ পাওয়া গিয়েছে যা প্রযুক্তির দুনিয়ার সবাইকে মোটামুটি অবাক করেছে। samsung এর সর্বশেষ কিছু ডিভাইসে google এর নতুন আপডেট আসতে যাচ্ছে। এসব ডিভাইসের মধ্যে রয়েছে Galaxy Z Flip6, Z Fold 6 ও গ্যালাক্সি স্মার্টওয়াচ।
Suggestions from Gemini
android ফোনে Gemini অ্যাপ্লিকেশন বর্তমানে স্মার্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুর্দান্ত ভূমিকা পালন করতে পারে। নতুন ছবি তৈরি করে দেওয়া এবং জিমেইল, ম্যাপ, ড্রাইভের মতো বিষয়গুলিকে ম্যানেজমেন্ট করার দায়িত্ব পালন করতে পারে এটি।
samsung এর নতুন ফোনে জেমিনাই বিভিন্নভাবে অ্যাসিস্ট্যান্ট এর ভূমিকা পালন করবে। যেমন ইউটিউবে কোন ভিডিও সম্পর্কে বিস্তারিত বিবরণ বলতে সক্ষম হবে। গ্যালাক্সি ডিভাইসের স্ক্রীন সাইজ বড় হলে মাল্টিটাস্কিং এ সুবিধা পাওয়া যাবে।
Circle to Search on the New Galaxy Z
এটি এমন একটি ফিচার যা দিয়ে অ্যাপ্লিকেশন সুইচ বাদে এন্ড্রয়েড ডিভাইসে কোন কিছু খুঁজে বের করা সম্ভব হবে। বিভিন্ন ভাষায় অনুবাদ করার সক্ষমতার ক্ষেত্রে এটি কাজে দেবে। ম্যাথ হোম ওয়ার্ক করতেও এটি কাজে লাগবে। এ ফিচারটিকে ফোল্ডেবল ডিভাইসে যোগ করা শুরু হবে।
Wear OS 5 on the New Galaxy Watches
Wear OS 5 সিস্টেম পারফরমেন্স এবং ব্যাটারি লাইফের যথেষ্ট উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে। watch ultra এবং watch 7 ডিভাইসে সর্বপ্রথম এ ফিচার ব্যবহার করা যাবে। এডভান্স লেভেলের হেলথ মনিটরিং, হার্টরেট ট্র্যাকিং, স্লিপ মনিটরিং ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই স্মার্টওয়াচ দুর্দান্ত ভূমিকা পালন করবে।
Watch YouTube TV in Multiview
Galaxy Z Fold 6 ডিভাইসে মাল্টিভিউ সিস্টেমে ইউটিউব টিভি উপভোগ করা যাবে। চারটি ভিন্ন ধরনের স্ট্রিমলাইন ব্যবহার করা যাবে। ফুটবল, নিউজ, আবহাওয়া এবং স্পোর্টস ইভেন্ট সহ যেকোনো কন্টেন্ট আপনি আগে থেকেই সিলেক্ট করে রাখতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।