জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় রাতুল (১০) ও শাহেদ (১৪) নামের দুইজন হয়েছে। সম্পর্কে তারা আপন খালাতো ভাই।
রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাসিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল কুমারখালী বড়ইচারা গ্রামের রফিকের ছেলে ও শাহেদ খোকসার মোড়াগাছার আক্তার মালিথার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে রাতুল ও শাহিন নামের দুই শিশু কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজবাড়ী অভিমুখী ১৬ চাকার রডবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর কুমারখালী, খোকসা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতুল তার খালাতো ভাই শাহিনের বাড়িতে বিকেলে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খোকসা, কুমারখালী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।