জুমবাংলা ডেস্ক: রাজশাহীর পবা উপজেলায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশুসহ দুইজন মারা যান। এ সময় আহত অন্য দুইজনকে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এরমধ্যে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য এক পুরুষের চিকিৎসা চলছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সংঘর্ষের পরপরই ট্রাক্টরটি ছেড়ে পালিয়েছে চালক। তাছাড়া সেখানে তেমন কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় পুরো ঘটনা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি বলে জানান ফরিদ হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।