আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের এক দম্পতি সৌদি আরবে হজে গিয়ে হিট স্ট্রোকে মারা গেছেন। প্রচণ্ড রোদের মধ্যে দুই ঘণ্টা হাঁটার পর ওই দম্পতি হিট স্ট্রোক করেন বলে জানায় তাদের মেয়ে।
এবারের হজে পবিত্র নগরী মক্কায় ১ হাজার ৩০০ হজযাত্রী মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে যাওয়া মার্কিন ওই দম্পতি ৭১ বছর বয়সী আলহাজ আলিউ ডাউসি উরি এবং তার ৬৫ বছর বয়সী স্ত্রী হাজা ইসাতু উরিও ছিলেন।
এবারের হজে মক্কায় তাপমাত্রা ৫০ ডিগ্রি অতিক্রম করে। যা হাজিদের জন্য অসহনীয় হয়ে পড়ে।
এই দম্পতির মেয়ে সাঈদা উরি বিবিসিকে বলেন, ট্যুর গ্রুপ তাদের খাবারসহ পানি সরবরাহে ব্যর্থ হয়েছে। সিয়েরা লিওনে জন্ম নেয়া এই দম্পতি সৌদি আরবে হজ করতে গিয়ে দুই সপ্তাহ পর গত ১৬ জুন নিখোঁজ হন। এর কয়েকদিন পরই বাবা-মায়ের মৃত্যুর খবর পান মেয়ে সাঈদা উরি।
সাঈদা উরি বলেন, হজ করা তার বাবা-মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য তারা ১১ হাজার ৫০০ ডলার ব্যয় করেন। হজ করার জন্য তারা অধির আগ্রহে ছিলেন। শেষ পর্যন্ত হজে যেতে পেরে তারা খুবই উচ্ছ্বাসিত ছিল।
পবিত্র হজের জন্য এই দম্পতি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে আরও ১০০ জন হজযাত্রীর সঙ্গে মধ্যপ্রাচ্যে ভ্রমণ করেন। আমেরিকান একটি ট্যুরিস্ট কোম্পানি তাদের নিয়ে যায়। হজে তাদের যাবতীয় সুযোগ সুবিধা দেয়ার কথা বলা হলেও তা দেয়া হয়নি। এজন্য তাদের খাবারও খুঁজতে হয়েছে।
শেষ যে দিন সাঈদা উরির সঙ্গে তার বাবা-মায়ের কথা হয়েছে, তখন তারা জানায় দুই ঘণ্টা ধরে তাদের হাঁটতে হবে। এরকিছুক্ষণ পরই কনস্যুলার অফিস এবং ট্যুর গ্রুপের একজন সদস্য তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে।
কনস্যুলার কর্মকর্তাদের সহযোগিতায় সাঈদা উরি তারা বাবা মাকে কোথায় সমাহিত করা হয়েছে সে স্থানটি খুঁজে পেয়েছে। কিন্তু কোন কবরে তাদের রাখা হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
বাবা মায়ের কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে অনেক প্রশ্ন জমা হয়েছে সাঈদার মনে। এজন্য তিনি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবেন। উরি তার বাবা মায়ের কবর খুঁজে বের করতে সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি আরবের নিউজ সংস্থা এসপিএ জানিয়েছে, এবারের হতে আগত যাত্রীদের অনেকের সরকারি অনুমতি ছিল না। কারণ হজের জন্য সরকারি অনুমতি পেতে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।