জুমবাংলা ডেস্ক : গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে তিন উপজেলায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একজন, পলাশবাড়ী দুই জন ও ফুলছড়িতে একজন আছেন।
আজ রবিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন এসব নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকেল চারটার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়। এর পরে বিভিন্ন এলাকায় অনেকগুলো গাছ উপড়ে পড়ে এবং তিন উপজেলায় গাছচাপা পড়ে এ পর্যন্ত চার জন নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। ফসলের খেতে গাছ পড়ায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, প্রত্যেক উপজেলায় ক্ষতির পরিমাণ জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঝড়ের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।