মোঃ সজল আলী, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে প্রশাসনের নাকের ডগায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। উপজেলার বলড়া গ্রামে ফসলি জমিতে কোনরকম বৈধতা ছাড়াই ৪টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৩টি ইটভাটায় পরিবেশের ক্ষতি করে ইট তৈরি ও পুড়ানোর কাজ চলছে। তবে বাকি ১টিতে ইট তৈরি ও পুড়ানোর কার্যক্রম শুরু হয়নি এবছর।
জানা গেছে, গত বছর অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে মেসার্স আমিন ব্রিকস, মেসার্স স্বাধীন ব্রিকসকে দেড় লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। তবে অদৃশ্য হাতের ইশারায় মেসার্স সততা ব্রিকসের বিরুদ্ধে কোন ধরনের আইনী ব্যবস্থা নেওয়া হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বছর মেসার্স আমিন ব্রিকস, মেসার্স স্বাধীন ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস ইতোমধ্যে বেশ জোরেসোরে ইট তৈরি ও পুড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। এসব অবৈধ ইটভাটা ফসলি জমি থেকে মাটি কেটে কৃষি জমি নষ্ট ও পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। ফলে হুমকির মুখে পড়েছে কৃষকের ফসলি জমি।
এসব ইটভাটার মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। তবে এসব ইটভাটার ম্যানেজারদের সাথে কথা বলে জানা যায়, বৈধ কাগজপত্রের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, এসব অবৈধ ইটভাটার তালিকা পেয়েছি। জেলা প্রশাসকের সাথে কথা বলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



