জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের হানারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ীর রিটের প্রেক্ষিতে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ৮ সপ্তাহের জন্যে এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। এতে করে আগামী ১১ নভেম্বর হানারচর ইউনিয়নের নির্বাচন হচ্ছে না।
সোমবার (০৮ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে নির্বাচন স্থগিতের আদেশ দেন।
হানারচার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ী রিটে উল্লেখ করেছেন, ইউনিয়ন ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্র বিন্যাস সঠিকভাবে করা হয়নি। একই স্থানে দুটি ওয়ার্ডের ভোট কেন্দ্র করা হয়েছে। এতে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে।
রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মুনিরুজ্জামান আহসাদ, ব্যরিস্টার আতিকুর রহমান।
ব্যারিস্টার মুনিরুজ্জামান আসাদ জানিয়েছেন, সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ত্রুটিগুলো আদালত আমলে নিয়ে আগামী ৮ সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।