আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে জয়-পরাজয়ের ভাগ্য এখনো ঝুলে আছে ট্রাম্প-বাইডেন শিবিরে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ২০ ইলেকটোরাল ভোটের পেনসিলভানিয়ায়। সেই অঙ্গরাজ্যে একসময় ট্রাম্প বাইডেন থেকে ৫ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে থাকলেও এখন এই ব্যবধান ৯৫ হাজার ৬৮৪ ভোটে নেমে এসেছে।
গার্ডিয়ানের তথ্য মতে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ( বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪১ মিনিট) পেনসিলভানিয়ায় ৮৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ২ শতাংশ। ১২ শতাংশ ভোট গণনার বাকি রয়েছে।
গণনা হওয়া ভোটের মধ্যে জো বাইডেন পেয়েছেন ৩১ লাখ ৪৭ হাজার সাতশ ৯৯ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৪৩ হাজার চারশ ৮৩ ভোট। ভোটের ব্যবধানে ট্রাম্প ৯৫ হাজার ৬৮৪ ভোটে এগিয়ে আছেন। এখনো আট লাখ ৮৪ হাজার ভোট গণনা করা হয়নি। সূত্র: গার্ডিয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।