জুমবাংলা ডেস্ক : চাঁদপুরে ১৮ মামলার পলাতক এক আসামি পুলিশের হাতে ধরা পড়ার পরও হাতকড়াসহ পালিয়েছে। তবে এই ঘটনার দুইদিন পর পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার হলেও এখনো অধরা আসামি জাকির হোসেন। এদিকে, এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে সহকারী উপপরিদর্শক মোজাম্মেল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। তিনি আরও জানান, মাদক ও চুরিসহ ১৮টি মামলার আসামি জাকির হোসেনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ায় এরইমধ্যে এক নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামে ১৮ মামলার পলাতক আসামি জাকির হোসেনকে (৩৮) গ্রেফতার করতে অভিযানে যান থানার সহকারী উপপরিদর্শক মোজাম্মেল হোসেনসহ দুজন কনস্টেবল। আসামিকে গ্রেফতারের পরই সেখানে মৃত এক যুবকের জানাজা শুরু হয়। এসময় স্থানীয় কয়েকজন পুলিশকে অনুরোধ করেন, গ্রেফতার হওয়া জাকির হোসেনকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে। এমন পরিস্থিতিতে সহকারী উপপরিদর্শক মোজাম্মেল হোসেন মানবিক দিক বিবেচনায় নিয়ে আসামিকে তাতে অংশ নেওয়ার সুযোগও দেন। এরইমধ্যে বেশ কয়েকজন নারী ও পুরুষ হাতকড়াসহ পুলিশের কাছ থেকে জাকির হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনার পর দীর্ঘ সময় ধরে আসামিকে খুঁজে না পেয়ে খালি হাতেই থানায় ফিরে যান সহকারী উপপরিদর্শক মোজাম্মেল হোসেন। এদিকে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১২ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। তারপরই জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে নামে।
অন্যদিকে, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ইতিমধ্যে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার হলেও ১৮ মামলার আসামিকে খুঁজে পাওয়া যায়নি। তবে তাকেসহ যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, এই ঘটনায় সহকারী উপপরিদর্শক মোজাম্মেল হোসেনকে দায়িত্ব অবহেলার দায়ে প্রত্যাহার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আবু সুফিয়ান ও নার্গিস বেগম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।