জুমবাংলা ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর এক সমর্থকের হাত-পায়ের রগ কেটে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ সময় ২০টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগও রয়েছে। রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আহত রবিউল ইমলাম (২৮) নিজেও আওয়ামী লীগের কর্মী। বিহার ইউনিয়ন পরিষদের মেম্বার আবু রায়হানের ভাই। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতিনের সমর্থক।
রবিউলের ভাই বিহার ইউপির মেম্বার আবু রায়হান জানান, বিহার ইউপির নৌকা মার্কার প্রার্থী মহিদুল ইসলামের ক্যাডার বাহিনী রোববার সকালে বিহার বাজারে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মারপিট শুরু করে। পরে তারা গ্রামে গিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এক পর্যায়ে বাড়ি থেকে রবিউলকে তুলে নিয়ে দুই হাতের ও ডান পায়ের রগ কেটে নাগর নদীতে ফেলে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মহিদুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে পুলিশের আসার খবর পেয়ে মহিদুল ইসলাম পালিয়ে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।