Coronavirus (করোনাভাইরাস) লাইফস্টাইল স্বাস্থ্য

হার্টে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে করোনাভাইরাস

লাইফস্টাইল ডেস্ক : করোনাভাইরাস হার্টে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্য। জেএএমএ কার্ডিওলজি মেডিক্যাল জার্নালে প্রকাশিত জার্মানির বিজ্ঞানীদের গবেষণায় বলা হয়েছে, কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হওয়া রোগীদের কয়েক মাস পরও হার্টে অস্বাভাবিকতা দেখা গেছে।

ইউনিভার্সিটি অব হসপিটাল ফ্রাঙ্কফুটের বিজ্ঞানীরা ৪০ থেকে ৬০ বছর বয়সী ১০০ জন করোনা আক্রান্ত রোগীর ওপর এই গবেষণা পরিচালনা করেছেন। এর মধ্যে এক তৃতীয়াংশ রোগী হাসপাতালে ভর্তি ছিলেন এবং বাকিরা বাসায় আইসোলেশনে ছিলেন।


করোনা থেকে সুস্থ হওয়ার আড়াই মাস পর এই ১০০ জন রোগীর এমআরআই পরীক্ষার ফলাফল, করোনায় কখনো আক্রান্ত হননি এমন ব্যক্তিদের এমআরআই পরীক্ষার ফলাফলের সঙ্গে তুলনা করা হয়। গবেষণায় দেখা যায়, সুস্থ হওয়া ১০০ জন রোগীদের মধ্যে ৭৮ জনের হার্টে অস্বাভাবিকতা রয়েছে ভাইরাসটির দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে। এই ৭৮ জনের মধ্যে ৬০ জনের হার্টের পেশীতে প্রদাহ পাওয়া যায়।

জেএএমএ কার্ডিওলজি মেডিক্যাল জার্নালের সম্পাদক ডা. ক্লাইড ইয়েন্সি বলেন, ‘বিষয়টি দেখার পর আমরা হতবাক হয়েছি।’

হার্টের অস্বাভাবিকতা সাধারণত ইকো পরীক্ষার ধরা পড়ে। তবে ইকো পরীক্ষায় রোগীদের হার্টে এই অস্বাভাবিকতার বিষয়টি ধরা পড়েনি। এমআরআই পরীক্ষার এই গবেষণার ফলাফল ব্যতীত বিষয়টি জানা অসম্ভব ছিল বলে জানান গবেষকরা।

আমেরিকান কার্ডিওলজি কলেজের সায়েন্স অ্যান্ড কোয়ালিটি কমিটির চেয়ারম্যান ডা. থমাস ম্যাডক্স বলেন, করোনাভাইরাস হার্টে উচ্চ প্রদাহজনক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ইতিমধ্যে একাধিক গবেষণায় দেখা গেছে। হার্টের প্রদাহ হৃৎপিণ্ডের পেশী দুর্বল করতে পারে এবং বিরল ক্ষেত্রে অস্বাভাবিক হার্ট বিট হতে পারে। হার্ট ড্যামেজ হওয়ার মূল কারণ হিসেবে পরিচিত প্রদাহ।’

ডা. ইয়েন্সি বলেন, ‘কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার কয়েক মাস পরও ভাইরাসটির প্রভাবে হার্টের ক্ষতির ঝুঁকি এই গবেষণায় উঠে এসেছে। তবে হার্টের ওপর করোনাভাইরাসে দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত হতে আরো গবেষণার প্রয়োজন রয়েছে।’


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : http://bit.ly/2FQWuTP


আরও পড়ুন

করোনার ভ্যাকসিন নিয়ে যে খবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Saiful Islam

প্রতি মাসে কয়েক লাখ ডোজ করোনা ভ্যাকসিন তৈরি করবে রাশিয়া

azad

অভ্যন্তরীণ অনুমোদন পাচ্ছে রাশিয়ার করোনা টিকা

globalgeek

মাস্ক ব্যবহার কোভিড-১৯ সংক্রমণ কমাতে পারে : সমীক্ষা

azad

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫০ জনের মৃত্যু

Shamim Reza

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ১৯১৮ জনের দেহে করোনা শনাক্ত

Shamim Reza