স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামি এবং তাঁর স্ত্রী হাসিন জাহানের বিচ্ছেদ নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। দুজনই দুজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত ছিলেন। এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবের রয়েছে এ সংক্রান্ত অনেক ভিডিও।
এই যে সমস্ত ভিডিওতে হাসিন জাহানকে ব্যক্তি আক্রমণের শিকার হতে হচ্ছে, তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হচ্ছে এবং তাঁর সম্মানহানি হচ্ছে- এরকম সমস্ত ভিডিও সরিয়ে ফেলতে ইউটিউবকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও যাতে এ রকম কোনও কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত না হয়, তার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও একই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। তিনি হাসিন জাহানকে বলেছেন, নির্দিষ্ট পোস্ট এবং ভিডিওগুলি খুঁজে তার তালিকা পুলিশকে দিতে। এবং পুলিশ ইউটিউবকে সেই ভিডিওগুলি সরিয়ে ফেলার দেবে। সেই মতো হাসিন জাহান পুলিশের হাতে তাঁর অবমাননাকর ভিডিও গুলির তালিকা দিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউবকে এই মর্মে নির্দেশ দিয়েছে।
বিষয়টি নিয়ে ২০১৯ সালেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হাসিন জাহান। তিনি আদালতের কাছে আবেদন করেছিলেন, ক্রিকেটার স্বামীর সঙ্গে বৈবাহিক লড়াইয়ের বিষয়টি নিয়ে তাঁকে এবং তাঁর নাবালিকা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে। ট্রোলের পাশাপাশি তাঁদের সম্মানহানি করা হচ্ছে। এমনকি হুমকিও দেওযা হচ্ছে বলে অভিযোগ ছিল হাসিনের। তা নিয়ে আদালতকে জানানোয় এ বছর সেপ্টেম্বর মাসেই হাসিনের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।