Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home হিথ্রো বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন তারেক রহমান
    রাজনীতি স্লাইডার

    হিথ্রো বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন তারেক রহমান

    Soumo SakibJanuary 7, 20254 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : বহু প্রতীক্ষার পর উন্নত চিকিৎসার্থে আজ রাতে লন্ডন রওনা হবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো রয়েল কাতার আমারি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সযোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

    হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা। অর্ধ যুগের বেশি সময় পর দেখা হবে মা ও ছেলের। বিমানবন্দরের সামনে যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন।

    লন্ডন পৌঁছেই সেখানকার ঐতিহ্যবাহী হাসপাতাল (অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টার) ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন বেগম খালেদা জিয়া। গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

    ৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। ডা. জাহিদ হোসেন বলেন, ‘এ মুহূর্তে যেসব ফর্মালিটিজ আছে, সেগুলো সম্পন্ন করে কাল (আজ মঙ্গলবার) রাত ১০টায় ইনশা আল্লাহ কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-দোহা এবং দোহা-লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেবেন।’

    কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে তাঁর রাজকীয় বহরের এ বিশেষ বিমান দিয়েছেন। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    অধ্যাপক ডা. জাহিদ জানান, লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হসপিটাল আছে। এটি এনএইচএসের অধীনে একটি (অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টার) হসপিটাল, সেখানে ‘ম্যাডামকে’ ভর্তি করা হবে। হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাঁকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারামেডিকস থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য এ বিমানে যাবেন। তাঁরা হলেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

    এ ছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

    দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা : ডা. জাহিদ বলেন, আপনাদের মাধ্যমে সবার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করেছেন, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দল ধন্যবাদ জানিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ধন্যবাদ জানিয়েছেন। ম্যাডাম যাতে আগামী চিকিৎসাটায় সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে আবারও আমাদের মাঝে ফেরত আসতে পারেন সেজন্য দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ স্থায়ী কমিটিসহ সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ম্যাডামের পরিবারের পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে।

    এখন লন্ডনের হসপিটালেই চিকিৎসা : ডা. জাহিদ আরও বলেন, ম্যাডামের নানা শারীরিক জটিলতা রয়েছে। তাঁর লিভার সিরোসিসের জটিলতা নিরসনে কিছু চিকিৎসা দেশে হয়েছে আরও অ্যাডভান্স ট্রিটমেন্টের পরিকল্পনা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার হার্টে একাধিক ব্লক ছিল। জীবন বাঁচানোর জন্য যেটুকু চিকিৎসা দরকার, সেটুকু করা হয়েছিল ওই সময়ে। কারণ ওই সময়ে তাঁর শারীরিক সুস্থতা সে রকম ছিল না। তাঁর আরও যে ব্লকগুলো আছে সেটার চিকিৎসা করা দরকার। জটিল যে রোগগুলো আছে সেগুলোর যুগোপযোগী চিকিৎসা প্রয়োজন। কভিড-পরবর্তী বেশ কিছু শারীরিক জটিলতা হয়েছে, সেগুলো নিরসন করার ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশের চিকিৎসকরা বিশেষ করে এভারকেয়ার হসপিটালের চিকিৎসক-নার্সদের সেবা সন্তোষজনক। ম্যাডাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরিবারের পক্ষ থেকে হাসপাতালের সেবায় কোনো ধরনের অসন্তুষ্টি নেই।

    এখানে বসে আমরা জানি না, আমাদের কালকের জার্নিটা কেমন হবে। এর আগে তারিখ নির্ধারণ করেও ম্যাডামের শারীরিক পরিস্থিতি বিবেচনায় যাত্রা পেছাতে হয়েছিল। আমরা লন্ডনে মাল্টি ডিসিপ্ল্যানারি অ্যাডভান্স সেন্টারে চিকিৎসার জন্য ম্যাডামকে নিয়ে যাচ্ছি। সেখানকার চিকিৎসকরা উনাকে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন উনার পরবর্তী করণীয় কী হবে। যুক্তরাষ্ট্রের চিকিৎসার বিষয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ বলেন, যদি লন্ডনের ক্লিনিক সুপারিশ করে ম্যাডামকে জনস হপকিনস ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, তখন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা করা হবে। বেগম জিয়া পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাবেন কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর ইচ্ছা আছে। এত নির্যাতন-অত্যাচার, কষ্টের পরে শুকরিয়া আদায় করার জন্য অবশ্যই উনার ওমরাহ পালনের আগ্রহ আছে। সুস্থ থাকলেই ফেরার সময়ে বা কোনো এক সময়ে ম্যাডাম যেতে পারেন। তবে মানুষ চাইলেই কিন্তু ওমরাহ ও হজ করা যায় না, আল্লাহর ইচ্ছার প্রয়োজন হয়। কাজেই রব্বুল আলামিন যদি কবুল করেন তবেই ম্যাডাম ওমরাহ পালন করবেন।

    দেশবাসীর দোয়া কামনা : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এ ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

    রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    দলীয় সূত্র থেকে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।

    খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে নেতাকর্মীদের যে নির্দেশনা বিএনপির

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অভ্যর্থনা জানাবেন তারেক বিমানবন্দরে মাকে রহমান রাজনীতি স্লাইডার হিথ্রো
    Related Posts
    Gold

    আবারও বাড়লো সোনার দাম, ভরিতে যত টাকা

    September 1, 2025

    প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে সারজিসের স্ট্যাটাস

    September 1, 2025
    সভাপতি নুরুল হক নুর

    আইসিইউ থেকে কেবিনে নুর, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে

    September 1, 2025
    সর্বশেষ খবর
    AI প্রতারণা: ২০২৫ সালে বাড়ছে সাইবার অপরাধ, সতর্কতা জরুরি

    AI প্রতারণা: ২০২৫ সালে বাড়ছে সাইবার অপরাধ, সতর্কতা জরুরি

    Inter Miami brawl

    Inter Miami Stars Suarez and Busquets Spark Violent Brawl in Leagues Cup Final Defeat

    ২২ ক্যারেট সোনার দাম

    ২২ ক্যারেট সোনার দাম: ভরি প্রতি আজকে কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

    আজকের টাকার রেট

    আজকের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৫

    নামাজের সময়সূচি ২০২৫

    নামাজের সময়সূচি: ০২ সেপ্টেম্বর, ২০২৫

    Macron Questions Putin's Motives in Ukraine Talks with Trump

    Macron Warns Putin May Be “Playing” Trump in High-Stakes Ukraine Negotiations

    Warwick Davis Returns as Flitwick in Harry Potter Series

    Warwick Davis Returns as Flitwick in New Harry Potter TV Series Casting

    TSMC

    TSMC-র বাজার দখল ৭০% ছাড়াল, সেমিকন্ডাক্টর শিল্পে একচেটিয়া আধিপত্য

    Samsung ClockFace

    Samsung ClockFace App Unlocks Deep Lock Screen Customization on Galaxy Phones

    Erik ten Hag

    Bayer Leverkusen Sacks Manager Erik ten Hag After Disastrous Three-Match Start

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.