জুমবাংলা ডেস্ক : এক পায়ে লাফিয়ে প্রতিদিন ২ কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে স্কুলে যাতায়াত করা সুমাইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। একই সঙ্গে তাকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
রোববার বিকেলে সুমাইয়াকে হুইপের পক্ষ থেকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।
এর আগে এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়ার খবর প্রকাশ হলে সুমাইয়ার চিকিৎসার দায়িত্ব নেন হুইপ ইকবালুর রহিম। এ ছাড়া স্কুলে যাতায়াতের জন্য একটি অত্যাধুনিক হুইল চেয়ার প্রদানের আশ্বাস দেন তিনি।
হুইপ ইকবালুর রহিম বলেন, ‘মাত্র ১০ বছর বয়সী একজন মেয়ের পড়াশোনার প্রতি কী পরিমাণ আগ্রহ থাকলে এক পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাতায়াত করতে পারে, তা সুমাইয়াকে দেখে বোঝা যায়। তার কষ্টের বিষয়গুলো জানতে পেরে আমি ওকে একটি হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।