স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই চলমান সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। আহমেদাবাদে তৃতীয় ও শেষ ওয়ানডেটি ভারতের জন্য হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করার। কিন্তু এবার শুরুতেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের পেসারদের তোপে ধুঁকছে ভারত। ১৬ রান তুলতেই তারা হারিয়ে বসেছে দলের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি আর রোহিত শর্মাকে। দুজনই আবার আউট হয়েছেন একই ওভারে।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভার দেখেশুনেই কাটিয়ে দিয়েছিল ভারত। কিন্তু চতুর্থ ওভারে এসে তিন বলের ব্যবধানে তারা হারিয়ে বসে কোহলি আর রোহিতকে।
ক্যারিবীয় পেসার আলজেরি জোসেফকে ড্রাইভ খেলতে গিয়ে ইনসাইডেজ হয়ে বোল্ড হন অধিনায়ক রোহিত (১৩)। এক বল পর লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন কোহলি (০)।
এই প্রতিবেদন খেলা পর্যন্ত ৭.৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। শ্রেয়াস আয়ার ৪ আর শিখর ধাওয়ান ৯ রানে অপরাজিত আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।