জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনাবাজার এলাকায় পরিবহণ থেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এসআই রাফি হাসানকে ক্লোজ করা হয়েছে।
রাফি হাসান জেলার কালাই থানায় কর্মরত ছিলেন। তথ্যটি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। পরে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
স্থানীয় পরিষদের সদস্য আমিনুল ইসলাম আমু জানান, গত শনিবার সন্ধ্যায় কালাই থানার এসআই রাফি হিলি-চাঁনপাড়া সড়কের মাঝিনাবাজারে রাস্তা দিয়ে চলাচল করা বিভিন্ন পরিবহণে চাঁদা তুলছিলেন। এ সময় একটি সিএনজি আটকিয়ে এক যাত্রীকে হ্যান্ডকাপ লাগিয়ে টাকা আদায় করছিল। বিষয়টি পাঁচবিবি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে যায়।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, কর্মস্থল এলাকার বাহিরে কাউকে না জানিয়ে যাওয়া এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজ করা হয়েছে। পরে বিভাগীয় তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান পুলিশ সুপার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।