নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের রাজবাড়ী রোডের পিটিআইয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত সহকারী শিক্ষকেরা জানান, দীর্ঘদিন ধরে তারা ১০ম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু এখনো তাদের দাবি পূরণ হয়নি। এতে করে তাদের বেতন বৈষম্য এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। তারা দ্রুত তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নজরুল ইসলাম, তালহা জুবায়ের, রুম্পি সূত্রধর এবং রনক জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন সাকু আল মাহমুদ এবং জহুরুল হক। বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য সহকারী শিক্ষকদের দাবিগুলো মেনে নেয়া অত্যন্ত জরুরি। আমরা আশা করি সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।
বক্তারা আরো জানান, শিক্ষা উপদেষ্টার কাছে তারা বারবার আবেদন করলেও এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তাই তাদের এই দাবিকে বাস্তবায়ন করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ১০ম গ্রেড বাস্তবায়ন করা হলে তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, যা তাদের কাজের মানোন্নয়নেও সহায়ক হবে।
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।