আন্তর্জাতিক ডেস্ক : অচিরেই বিশ্বের প্রথম ১০০ বিলিয়ন ডলারের স্টার্টআপ হতে যাচ্ছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ওপেনএআই আরও একবার নতুন করে অর্থ উত্তোলন করতে যাচ্ছে। আগের বার বাজার মূল্য ৮৬ বিলিয়ন ডলার ধার্য হলেও এবার সংখ্যাটা ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেই বাজার বিশ্লেষকদের ধারণা। মাইক্রোসফট, অ্যাপল ও এনভিডিয়ার মতো টেক জায়ান্টরাও আছেন সম্ভাব্য বিনিয়োগকারীদের তালিকায়।
বর্তমান শেয়ারহোল্ডার থ্রাইভ ক্যাপিটাল ইতোমধ্যেই ১ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগের বিষয়ে আলোচনা শুরু করেছে এআই গবেষণার জন্য সুপরিচিত এই প্রতিষ্ঠানটির সাথে। তবে থ্রাইভ ক্যাপিটাল-এর ১ বিলিয়ন ডলারের পাশাপাশি আরও বড় অঙ্কের অর্থ উত্তোলনের লক্ষ্য ওপেনএআই-এর।
বর্তমানে ওপেনএআই-এর ৪৯ শতাংশ শেয়ারের মালিক মাইক্রোসফট। তাঁদেরও এবারের ফান্ডিং রাউন্ডে অংশ নেয়ার জোড়াল সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, মাইক্রোসফট এখন পর্যন্ত ১৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটিতে।
বর্তমান শেয়ারহোল্ডারদের বাইরে প্রযুক্তি বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল ও এনভিডিয়াও ওপেনএআই-তে বিনিয়োগে আগ্রহী বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে উভয় প্রতিষ্ঠানই বড় অঙ্কের অর্থ নিজেদের এআই গবেষণায় বিনিয়োগ করেছে। অ্যাপল ইতোমধ্যেই নিজেদের এআই প্ল্যাটফর্ম- অ্যাপল ইন্টেলিজেন্স- নিয়ে এসেছে। অন্যদিকে এনভিডিয়াও এআই চিপের বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং এক্ষেত্রে বিনিয়োগ আরও বৃদ্ধি করেছে। ফলে স্বাভাবিকভাবেই তাঁরা চাইবে এআই গবেষণায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনএআই-তে বিনিয়োগ করতে।
এদিকে ওপেনএআই-তে নতুন বিনিয়োগ উত্তোলনের খবরটি সামনে আসার পর সেকেন্ডারি মার্কেটে প্রতিষ্ঠানটির শেয়ারের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েকটি সিকিউরিটি ব্রোকারেজ হাউজের দেয়া তথ্য অনুযায়ী, সেকেন্ডারি মার্কেটের ওপেনএআই-এর শেয়ার হাতবদলে বাজার মূল্য ১৪৩ বিলিয়ন ডলার পর্যন্ত উঠতে দেখা গেছে।
চলতি বছরের শুরুতে ওপেনএআই-এর আয়ের পরিমাণ ৩.৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আয়ের চেয়ে খরচের পরিমাণ বেশি হলেও তাঁদের অ্যাকাউন্টিং রেট অব রিটার্ন (এআরআর) ২ বিলিয়নের কাছাকাছি। পাশাপাশি তাঁদের আয়ের প্রবৃদ্ধির রেটও যথেষ্ট আশাব্যঞ্জক।
সারা বিশ্বে ১০০ বিলিয়ন ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান আছে ১৭০টির মতো। এদের মধ্যে এখনও পর্যন্ত নেই কোন স্টার্টআপ। তবে ওপেনএআই যে অচিরেই যুক্ত হতে চলেছে ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে সেটা এখন নির্দ্বিধায় বলা যায়।
তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ব্লুমবার্গ, টেকক্রাঞ্চ,
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।