Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ১০ জনের ভেনেজুয়েলার সঙ্গেও পারলো না ব্রাজিল
খেলাধুলা ফুটবল

১০ জনের ভেনেজুয়েলার সঙ্গেও পারলো না ব্রাজিল

Md EliasNovember 15, 20243 Mins Read
Advertisement

সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। অক্টোবরের উইন্ডোতে দুই ম্যাচে জয়ে ছন্দে ফেরার আভাস থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে এবার হোঁচট খেল দরিভাল শিষ্যরা।

ব্রাজিল

প্রথমে এগিয়ে গিয়ে আশা জাগালেও, ব্যবধান ধরে রাখতে পারেনি সেলেসাওরা। এরপরও তাদের সামনে সুযোগ এসেছিল লিড নেওয়ার, কিন্তু স্পট কিকে ব্যর্থ হন চোট কাটিয়ে দলে ফেরা ভিনিসিউস জুনিয়র।

বৃহস্পতিবার ভেনেজুয়েলার মাঠ মাতুরিনে কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-১ ড্র করেছে ব্রাজিল। রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে ব্রাজিলের এগিয়ে যাওয়ার পর সমতা টেনেছেন তেলাস্কো সেগোভিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। তবে ফিনিশিংটা পাচ্ছিলেন না যদিও। নবম মিনিটেই এগিয়ে যেতে পারত সেলেসাওরা। বক্সে বল নিয়ে ঢুকে গেলেও ওয়ান অন ওয়ান পজিশনে শট নিতে ব্যর্থ হন ভিনি। গোলরক্ষকের বাধার মুখে পাস দেন রাফিনিয়াকে। তিনি বল বারের ওপর উড়িয়ে মারেন।

২২তম মিনিটে সহজ গোল মিস ব্রাজিলের। এবারও দুর্ভাগা সেই ভিনি। সতীর্থের পাস বক্সে পেয়ে পেনাল্টি এরিয়া থেকে পা গলিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচেও হ্যাটট্রিক করা এই উইঙ্গার। বল গোলরক্ষককে ফাঁকি দিলেও বারে লেগে ফিরে আসে। কয়েক সেকেন্ড পর বক্সের বাইরে থেকে নেয়া গেরসনের জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো।

এডারসনের ভুল পাসে উল্টো প্রায় গোল হজম করতে বসেছিল সেলেসাওরা। যদিও সে যাত্রায় বেঁচে যান দরিভাল শিষ্যরা। প্রথমার্ধের খেলার শেষ মুহূর্তে তথা ৪৩তম মিনিটে অবশেষে সফলতার মুখ দেখে ব্রাজিল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে রাফিনিয়ার নেয়া বাঁকানো শট জালে জড়াতে ভুল করেনি। ঝাঁপিয়ে পড়েও নাগাল পেলেন না প্রতিপক্ষের গোলরক্ষক।

ব্রাজিলের লিডের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির পর মাঠে নেমেই সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সে স্যাভারিনোর পাস পেয়ে এগিয়ে এসে বুলেট গতির শট নেন তেলাসকো সেগোভিয়া। শট ফেরাবেন কী, গতির কাছেই পরাস্ত হন এডারসন। তবে ব্রাজিলকে সবচেয়ে বেশি হতাশ করেছেন ভিনি। ৫৯তম মিনিটে বল নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকার পথে ঝাপিয়ে পড়ে বাধা দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ভিআর চেকে ফাউল ধরে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পটকিক নিতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। যদিও তিনি আরেকবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফিরতি বলও জালে জড়াতে ব্যর্থ হন।

গোলের জন্য মরিয়া হয়ে বাকি সময়ের প্রায় পুরোটা জুড়ে টানা আক্রমণ করতে থাকে ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি তারা। পারেনি ভেনেজুয়েলাও।

৮৯তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লিকে ভেনেজুয়েলার ডিফেন্ডার আলেকসান্দের গনজালেস ফাউল করেন। প্রতিবাদ জানাতে ছুটে যান ভিনিসিউস, তার মুখেও হাত দিয়ে কিছুটা আঘাত করে বসেন গনজালেস। এতে দুই দলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়, গনজালেসকে লাল কার্ড দেখান রেফারি। যোগ করা সময়েম্যাচের শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ভেনেজুয়েলা। দরিভালের দল তবু গোল করতে না পারায় ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

মাতৃত্ব নিয়ে যা বললেন ইয়ামি গৌতম

১১ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত কনমেবল অঞ্চলের তৃতীয় স্থানে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান ভেনেজুয়েলার। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। নভেম্বর উইন্ডোতে ব্রাজিলের পরবর্তী ম্যাচ ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১০ খেলাধুলা জনের না পারলো ফুটবল ব্রাজিল ভেনেজুয়েলার সঙ্গেও
Related Posts
বিপিএল

দুপুরে পর্দা উঠছে বিপিএলের, ৬ দলের অধিনায়ক কে কে

December 26, 2025
উদ্বোধনী ম্যাচ

আজ থেকে শুরু বিপিএলের দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে

December 26, 2025
বিপিএল

বিপিএল শুরুর আগমুহূর্তে দল প্রত্যাহারের আবেদন এক ফ্র্যাঞ্চাইজির

December 26, 2025
Latest News
বিপিএল

দুপুরে পর্দা উঠছে বিপিএলের, ৬ দলের অধিনায়ক কে কে

উদ্বোধনী ম্যাচ

আজ থেকে শুরু বিপিএলের দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে

বিপিএল

বিপিএল শুরুর আগমুহূর্তে দল প্রত্যাহারের আবেদন এক ফ্র্যাঞ্চাইজির

মেসির রেকর্ড

মেসির যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

BPL

বিপিএল ২০২৬ : কোন দলের অধিনায়ক কে?

রেকর্ড ভাঙলেন

মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

রোনালদো

সৌদি আরবে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

জ্যোতি

মান্ধানাদের ম্যাচ ফি দ্বিগুন, জ্যোতিদের কত

ডি মারিয়া

১০ বছর পর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার ডি মারিয়া

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.