জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সবচেয়ে প্রবীণ ব্যক্তি হোসেন শেখ ওরফে সাধু (১২৮) বছরে মারা গেছেন। সততার কারণে সবাই তাকে সাধু বলে ডাকত।
মঙ্গলবার (১২ই নভেম্বর) ভোরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১২৮ বছর ৫ মাস ১৮ দিন।
হোছেন শেখ, জেলার গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের আলম চৌধুরী পাড়ার বসিন্দা ছিলেন। ব্যক্তি জীবন হোছেন শেখ ছিলেন একজন পরোপকারী এবং সৎ মানুষ। সততার কারণে এলাকার মানুষ তার নাম দিয়েছিলো সাধু। তার মৃত্যুতে এলাকার মানুষের পাশাপাশি অনেক প্রবাসী বাঙ্গালি শোক প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রবাসী সাইফুল ইসলাম লেখেন, গোয়ালন্দে সবচেয়ে প্রবীণ মানুষটি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। হোছেন শেখ যিনি হোসেন সাধু নামে পরিচিত ছিলেন। ১৮৯৬ সালে জন্ম নেয়া আলম চৌধুরী পাড়ায় এই মানুষটি সম্ভবত গোয়ালন্দের সবচেয়ে প্রবীণ মানুষ।
নির্বাচন ব্যবস্থা সংস্কারে মতামত চেয়ে বিএনপি-জামায়াতসহ ২২ দলকে চিঠি
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শরীফল ইসলাম বলেন, গোয়ালন্দে অনেক প্রবীণ মানুষ আছেন। প্রবীণ মানুষেরা এতদিন বেঁচে থাকতে পারেন এটা সম্ভব। তবে জন্মনিবন্ধনের সময় অনেকের বয়স বাড়িয়ে দেওয়ার ঘটনা রয়েছে বলে দাবি তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।