নিউ জিল্যান্ডকে হারিয়ে ১৫ বছরের অপেক্ষা ঘুচাল ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক : অসম্ভব কিছু করে দেখাতে হতো চতুর্থ দিনে। তবে পারল না নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের দেয়া ৩৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২৬ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড। ফলে কিউইদের বিপক্ষে ২৬৭ রানের বড় ব্যবধানের জয় পেয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী ইংল্যান্ড। পাশাপাশি ২০০৮ সালের পর নিউ জিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতল ইংল্যান্ড।
নিউজিল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্টের চতুর্থ দিনেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল কে জিততে চলেছে এই টেস্টটি। এভাবেই ৩৯৪ রানের টার্গেট তাড়া করতে হলে একপ্রকার রেকর্ডই করতে হতো নিউজিল্যান্ডকে। কারণ, টেস্ট ক্রিকেটে আজ পর্যন্ত ৩৯০ রানের ওপরে টার্গেট নিয়ে জিতেছে মাত্র ছয়টি দল। আর নিউজিল্যান্ডের মাটিতে তো ৩৪৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল।
এদিকে তৃতীয় দিনে যখন এই বিশাল টার্গেট নিয়ে নামে কিউইরা, সেখানে দ্বিতীয় ইনিংসে নেমেই ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পরে স্বাগতিকরা। ফলে প্রথম টেস্ট যে নিউ জিল্যান্ডের হাতছাড়া হয়ে গেছে তারা জেনে গিয়েছিল।
চতুর্থ দিনে নেমে শেষ লড়াইটা করে যায় নিউ জিল্যান্ড। ড্যারিল মিচেলের ৫৭ বাদে কেউই দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১২৬ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হারে নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের হয়ে চারটি করে উইকেট নেন ব্রড ও অ্যান্ডারসন।
এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩২৫ রানে ইনিংস ঘোষণা করলে টম ব্লান্ডেলের ১৩৮ রানের কল্যাণে নিউজিল্যান্ড করে ৩০৬ রান। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড আবারও তাদের বাজবল কৌশলে ব্যাটিং করে ৩৭৪ রান করলে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৪ রান। তবে সেটা করতে পারেনি সাউদির দল।
এই টেস্ট ম্যাচে বেশকিছু রেকর্ডের সাক্ষী হয়েছে ক্রিকেটপ্রেমীরা। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখন সর্বোচ্চ ছয়ের মালিক বদলেছে। ১০৯ ছয় মেরে টেস্টে এখন সর্বোচ্চ ছয়ের মালিক ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এদিকে ম্যাকগ্রা ও ওয়ার্নের পর দ্বিতীয় জুটি হিসেবে টেস্টে ১০০০ উইকেট শিকার করেছে অ্যান্ডারসন ও ব্রড
রিলিজ হলো সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।