সৌন্দর্য দুনিয়ায় বছর জুড়েই ত্বকের যত্ন ও মেকআপের ট্রেন্ড নিয়ে বেশ মাতামাতি হয়। চলে নানা আলোচনা-সমালোচনা। তবে ২০২৪ সালে ত্বকের যত্ন যে বিষয়টি সবচেয়ে প্রাধান্য পেয়েছে তা হচ্ছে মানসিক প্রশান্তি। ত্বকবিশেষজ্ঞরা এ বিষয়ে আলোচনাও করেছেন বিস্তর। পাশাপাশি প্রাধান্য পেয়েছে স্কিনিমালিজম ও প্রোবায়োটিক স্কিন কেয়ার।
নায়াসিনামাইড
ত্বকের হাজার সমস্যার একমাত্র সমাধান হতে পারে এই নায়াসিনামাইড।এ জন্য ডার্মাটোলজিস্টরা ইতিমধ্যেই এর নাম দিয়েছেন ‘সুপারস্টার ইনগ্রিডিয়েন্ট’। নায়াসিনামাইড ভিটামিন সি-এর বিকল্প হিসেবে কাজ করতে পারে। অনেকেই আছেন, যাঁদের ত্বকে ভিটামিন সি ব্যবহারে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
অন্যদিকে নায়াসিনামাইড ত্বকে কোনো সমস্যা তৈরি না করেই ভিটামিন সি-এর মতো ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। এবং বয়সের লাগাম টানে। পাশাপাশি ত্বকে প্রোটিন (কেরাটিন) গড়তে সাহায্য করে। এ ছাড়া আর্দ্রতা আটকে; পরিবেশদূষণের ফলে হওয়া ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা এবং তা সারিয়ে তোলার ক্ষমতা রাখে।
সানস্ক্রিন
সানস্ক্রিন শুধু গ্রীষ্মকালীন প্রসাধনী নয়। সানস্ক্রিন ব্যবহার করতে হবে সব সময়। দূষণ থেকে ত্বক বাঁচাতেও সানস্ক্রিন লাগাতেই হবে। এমন সানস্ক্রিন কিনতে হবে, যা ইউভি-বি এবং এ—দুটি রশ্মিকেই প্রতিহত করার ক্ষমতা রাখে। বাজারে এমন অনেক সানস্ক্রিন আছে যা শুধু ইউভি-বি রশ্মি থেকেই ত্বক সুরক্ষা দিতে পারে।
অনেকের ভুল ধারণা রয়েছে যে সানস্ক্রিন কেবল মুখেই মাখতে হয়। গলা, হাত-পায়ের মতো শরীরের খোলা অংশেও সানস্ক্রিন লাগানো অতি জরুরি। তা ছাড়াও রান্নাঘরে অনেক সময় থাকলে আগুনের তাপে ত্বকের ক্ষতি হয়। সে ক্ষেত্রে বাড়িতেও সানস্ক্রিন লোশন লাগাতে হবে।
ত্বকের যত্নে ভিটামিন সি
ভিটামিন সি ত্বকের টক্সিনগুলো দূর করতে সহায়তা করে। ফলে ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে। ভিটামিন সি অ্যাকনে বা ব্রণের সঙ্গেও লড়াই করে। একই সঙ্গে ত্বককে দূষণজনিত ক্ষতি থেকে রক্ষা করার পাশাপাশি কোলাজেন উৎপাদন করে এবং বার্ধক্যের লক্ষণ কমায়। সত্যিকারের ভিটামিন সি যুক্ত স্কিন কেয়ার পণ্যগুলোর রয়েছে এমনই বহুমুখী গুণ।
প্রোবায়োটিক স্কিনকেয়ার
অনেকে মনে করেন, প্রোবায়োটিক শরীরের জন্য শুধুই ক্ষতিকর। কিন্তু মজার ব্যাপার হলো, কিছু ব্যাকটেরিয়া শুধু উপকারী নয়, দরকারিও বটে। এই ধারণা থেকে ত্বকের যত্নেও প্রোবায়োটিক সমৃদ্ধ পণ্যের ব্যবহার শুরু হয়। প্রোবায়োটিক স্কিন কেয়ার পণ্য প্রাকৃতিকভাবে ত্বকের সমস্যার সমাধান করে। বিশেষভাবে ব্রণ, ত্বকের জ্বালাপোড়া, লালচে ভাব দূর করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।