মুজাহিদ শুভ : বাবা-মায়ের সঙ্গে আর কখনো দেখা হবে কি-না জানা ছিলো না সিরাজুলের। অস্তিত্ব সঙ্কটে ভুগেছেন বছরের পর বছর। অবশেষে সময় সংবাদে খবর প্রকাশের পর পরিবারের সদস্যদের খুঁজে পেলেন ২০ বছর আগে হারিয়ে যাওয়া সিরাজ। আত্মীয়দের সন্ধান পেয়ে আপ্লুত তিনি।
দীর্ঘ ২০ বছর ধরে পরিবার প্রিয়জনহারা ছিলেন সিরাজ। একদিকে টিকে থাকার লড়াই অন্যদিকে খুঁজে ফিরেছেন হারিয়ে ফেলা ভিটেমাটি। অবশেষে সময় টিভির শরণাপন্ন হন সিরাজ। মঙ্গলবার (২৫ আগস্ট) সময় সংবাদে খবর প্রকাশের পর গাজীপুরে থাকা তার খালাতো বোন চিনতে পারেন তাকে। ফোন করেন প্রধান কার্যালয়ে। সে খবর সিরাজকে জানানোর সঙ্গে সঙ্গে ছুটে আসেন সময় টিভি’র কার্যালয়ে।
সিরাজ জানান, সময়টিভি আমার পরিবারকে খুঁজে বের করতে সাহায্য করেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।
মুঠোফোনে খালাতো বোনের বর্ণনার সঙ্গে মিলে যায় সিরাজের বাবা মায়ের নাম। জানা যায় তাদের বাড়ি শরীয়তপুরের বদরগঞ্জ থানার মহিশকান্দি গ্রামে। আনন্দে অশ্রুসজল হয়ে ওঠে সিরাজের চোখ।
সিরাজ আরও বলেন, আমি খালাতো বোনকে যেভাবে বলেছি; তার সাথে সবকিছু মিলেছে।
২০ বছর আগে মামার সঙ্গে লঞ্চে ঢাকায় এসে হারিয়ে গিয়েছিলেন ছোট্ট সিরাজ। সূত্র : সময় সংবাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।