স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) ভারতের প্রচুর নারী ক্রিকেটার খেললেও এই প্রথম কোনো পুরুষ ক্রিকেটার জনপ্রিয় আসরটিতে খেলতে যাচ্ছেন। সেই ক্রিকেটারটি হলেন ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে উন্মুক্ত চাঁদ বিগ ব্যাশ দল মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন উন্মুক্ত। জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশায় মাত্র ২৮ বছর বয়সে গত আগস্টে তিনি ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেন। জাতীয় দলে তার আর খেলার সম্ভাবনা ছিল না। বিদেশের বিভিন্ন লিগে খেলার জন্যই তিনি বিসিসিআই থেকে নিজের নাম প্রত্যাহার করেন। কারণ তালিকাভুক্ত ক্রিকেটারদের বাইরের লিগগুলোতে খেলতে দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড।
মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে উচ্ছ্বসিত উন্মুক্ত চাঁদ বলেছেন, ‘খেলার জন্য আমি মুখিয়ে আছি। মেলবোর্ন রেনেগেডসের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি সব সময় বিগ ব্যাশ লিগ ফলো করতাম। এবং ভাল ক্রিকেট খেলার জন্য এটা আমার কাছে একটা বড় সুযোগ। আমি সব সময় অস্ট্রেলিয়ায় খেলা উপভোগ করি। আমি এর আগে মেলবোর্নে যাইনি, তবে আমি জানি মেলবোর্নে প্রচুর ভারতীয় আছে। এই বিষয়টা আমার জন্য খুবই ভাল। আশা করছি খেলা দেখার জন্যও তারা ভিড় জমাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।