জুমবাংলা ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর গ্রামে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গরুর নাম রাখা হয়েছে ‘বস’। বিশাল আকৃতির বস-এর ওজন প্রায় ২৮ মণ। খামারির আশা ২৫ লাখ টাকায় গরুটি বিক্রি হবে।
খামারি এম এম দিদার বলেন, এবার কোরবানি ঈদে বিক্রির জন্য একটি গরু লালন-পালন করছি। আকারে বিশাল হওয়ায় এই ‘বস’র পরিচর্যা করা খুবই কঠিন। তাকে খাওয়ানো, গোসল করানোসহ সব কিছুর লক্ষ্য রাখতে হয় নিয়মিত। সবচেয়ে ভালো দিক হলো- ঘাস, চালের কুড়া, লতা-পাতা খেতেই পছন্দ করে বস।
খামারি এম এম দিদার বলেন, করোনাকালে এত বড় গরু এবার পাওয়া যাবে না। আমি আশা করছি- অন্তত ২৫ লাখ টাকায় গরুটি বিক্রি হবে। তবে করোনার কারণে দাম কিছুটা কম হওয়ার আশঙ্কা করছি। তবে গরুটি ঢাকায় নিতে পারলে আশানুরূপ দামেই গরুটি বিক্রি করতে পারব। তবে কাঙ্ক্ষিত দাম না পেলে ঈদে গরুটি বিক্রিই করবেন না।
তিনি বলেন, বসের জন্য খুদ, কুড়া, খৈল, ভুসি, ঘাস, সুষম খাদ্য আর চিকিৎসা দিয়ে প্রতিদিন প্রায় ৬০০ টাকা ব্যয় হয়। দুই বছর ধরে লালন-পালন করে বসের ওজন এখন ২৮ মণ।
তিনি আরও বলেন কয়েক বছর ধরে গরু লালন-পালন করছি। প্রাণিসম্পদ কর্মকর্তাদের উৎসাহে একটা খামারও করেছি। তবে অর্থের অভাবে খামারে বেশি গরু তুলতে পারিনি।
তবে শেষ পর্যন্ত বসকে হাটে তুলতে না পারলে অনলাইনে বিক্রি করা হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি খামারি দিদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



