আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ধনি টেক সংস্থাগুলির মধ্যে একটি গুগল। যার সদর দফতর অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে। সম্প্রতি একটি ভাইরাল টুইট-এ দাবি করা হয়েছে, গুগলের কর্মীরা মাত্র 2 ঘণ্টা কাজ করেন 5,00,000 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 4.1 কোটি টাকা) মাইনে পান। এই আয়ের কথা শুনে অবাক ধনকুবের ইলন মাস্ক।
টেসলা, স্পেসএক্স ও টুইটার এক সঙ্গে তিন তিনটে কোম্পানির হর্তাকর্তা তিনি। বিশ্বের ধনি ব্যক্তিদের তালিকায় প্রথম পাঁচেই থাকতে ভালোবাসেন। কিন্তু এমন মাইনে-পত্র শুনে তাঁর মুখ দিয়ে শুধু একটি শব্দ-ই বেরোল, ‘ওয়াও’। গুগল কর্মীদের আয় সংক্রান্ত যে টুইট ভাইরাল হয়েছে তার প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন তিনি।
আসলে সম্প্রতি @nearcyan নামের একজন টুইটার ব্যবহারকারী দুই গুগল কর্মচারীর সঙ্গে ডিনার করার গল্প শেয়ার করেন। কে কত কম ঘণ্টা কাজ করে সেই নিয়ে চলছিল আলোচনা। সেই সময় এদের মধ্যে একজন সবার দৃষ্টি আকর্ষণ করে। তাঁর দাবি তিনি মাত্র 2 ঘণ্টা কাজ করে 4.1 কোটি টাকা আয় করেছেন। এমন আশ্চর্য দাবি শুনে ভিমড়ি খাওয়ার জোগাড় সকলের।
শুধু নেটিজেনরা নন চমকে গিয়েছেন ইলন মাস্কও। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই খবর। কারও মতে, কোনও ব্যক্তির চরিত্রের মূল্যায়ন করা উচিত তাঁর কাজের গুণমান ও প্রভাবের উপর ভিত্তি করে নাকি সে কত ঘণ্টা কাজ করে তার উপর। এই টুইটের পাল্টা একাধিক মিশ্র মন্তব্য শোনা যায় নেটিজেনদের মুখে।
এ কথা সত্যি যে বিশ্বের সবথেকে বেশি বেতন দেওয়া সংস্থাগুলির মধ্যে একটি গুগল। এখানে নিযুক্ত প্রায় প্রত্যেক কর্মী লক্ষাধিক টাকা আয় করেন। তবে সাম্প্রতিক কালে গুগলে আয়ের বৈষম্য নিয়েও সরব হয়েছেন অনেকে।
কারও দাবি গুগলের উচ্চপদস্থ কর্মী এবং নিচুতলার কর্মীদের মধ্যে বেতনের আকাশ-পাতাল ফারাক। এই খবর সামনে আসে যখন গুগলের CEO সুন্দর পিচাইয়ের বেতন তথ্য প্রকাশ হয়। জানা যায়, গুগলের একজন সাধারণ কর্মীর থেকে তাঁর বেতন প্রায় 800 গুণ বেশি।
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, 2022 সালে বেতন, স্টক ও ক্ষতিপূরণ বাবদ সবমিলিয়ে 226 মিলিয়ন ডলার আয় করেছেন সুন্দর পিচাই। এর মধ্যে 218 মিলিয়ন ডলার স্টক হোল্ডিং থেকে পেয়েছেন, 2 মিলিয়ন ডলার তার মূল বেতন এবং 5 মিলিয়ন ডলার প্রাইভেট সিকিউরিটি হিসাবে পেয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।